- 1) What’s App:- 01770-848321
- 2) What’s App:- 01777-514054
- 3) Inbox: https://www.facebook.com/inboxbbasir
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা অধিকাংশ সময় অনলাইনে ব্যস্ত থাকি, ফলে অনেক শিক্ষার্থী আমাদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারেন না। অনলাইনে আমাদের সবচেয়ে বেশি সক্রিয়তা থাকে হোয়াটসঅ্যাপে, নাম্বার: 01770-848321।
যদি কেউ হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার খুঁজে না পান, তাহলে প্রথমে অনুগ্রহ করে উক্ত নাম্বারটি আপনার ফোনের কন্টাক্ট লিস্টে সংরক্ষণ করুন। এরপর সেই সংরক্ষিত নাম্বারের নাম দিয়ে সার্চ করলেই হোয়াটসঅ্যাপে আমাদের প্রোফাইল দেখতে পারবেন।
যাদের হোয়াটসঅ্যাপ নেই বা হোয়াটসঅ্যাপ ব্যবহারে অসুবিধা রয়েছে, তারা উক্ত নাম্বারটি ফেসবুকে সার্চ করলে আমাদের ভেরিফাইড প্রোফাইল আইডি পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করা যাবে।
নিচে আমাদের ফেসবুক প্রোফাইলের ছবি সংযুক্ত করা হলো, যেন আপনাদের আমাদের প্রোফাইলটি খুঁজে পেতে সহজ হয়। অথবা ছবির উপর ক্লিক করলেও সরাসরি আমার প্রোফাইলে আপনাকে নিয়ে যাওয়া হবে ৷
এ দুইটি উপায়ে একান্তই যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে না পারে সেক্ষেত্রে আমাদের আরেকটা whatsapp নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন 01777-514054 ৷ অযথা বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ফোন দিবেন না কারণ প্রতিদিন আমরা অনেকগুলো আপনাদের ফোন রিসিভ করছি, একটি নির্দিষ্ট পরিবারের বেশি ফোন আসলে আমরা আর ফোন রিসিভ করি না ৷
সঠিকভাবে মেসেজ দিলে দ্রুত আপনার সমস্যার সমাধান পাবেন ৷ মেসেজ দেওয়ার সময় প্রশ্নের সাথে আপনার ডিপার্টমেন্টের নাম এবং যেই সাবজেক্টের জন্য প্রশ্ন করছেন ওই সাবজেক্টের নাম মেনশন করে দিবেন ৷
উদাহরণস্বরূপঃঃ – আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ৷ আমি মেহেদী হাসান, ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের, আর্থিক ব্যবস্থাপনা বিষয়ের সাজেশন চাই ৷
এভাবে লিখলে আপনাকে প্রথম মেসেজেই আপনার কাঙ্খিত সমস্যাটি সমাধান করে দেয়া যাবে ৷
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সবচেয়ে দ্রুত রিপ্লাই পাবেন 01770848321 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ৷ আমরা অনলাইনে বেশিরভাগ সময় ব্যস্ত থাকি সেজন্য রিপ্লাই দিতে দেরি হতে পারে ৷ সে কারণে অযথায় বারবার নক দেওয়ার প্রয়োজন নেই আপনাদের মেসেজ আমাদের কাছে পৌঁছালে আমরা তিন-চার ঘণ্টার মধ্যেই আপনাদের রিপ্লাই দিয়ে দিব ৷ খুব জরুরী কারণ ছাড়া ফোন না দিলেই সবচেয়ে ভালো হয় ৷ হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে শেষ করার পর আমি ইনবক্স চেক করে রিপ্লাই দিয়ে থাকি এরপর পুনরায় 01777-514054 এই নাম্বারে রিপ্লাই দেওয়া শুরু করি ৷ সকাল আটটা থেকে রাত ৮ টা পর্যন্ত মূলত আপনাদের whatsapp-এর রিপ্লাই দেওয়া হয় তবে মাঝখানের সময়ে নামাজের এবং ক্লাসের জন্য আপনাদের রেসপন্স করা হয় না ৷ কিছুক্ষণ অপেক্ষা করলেই আমরা আপনাকে নিজে থেকেই রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ ৷ ধন্যবাদ