আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিএ ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স এবং মার্কেটিং বিভাগ সকল বর্ষের সবগুলো অংক সাবজেক্ট আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি চালু রয়েছে ৷ আমাদের অনলাইন প্রাইভেট গ্রুপের ভিতরে যে সকল সুবিধা পাবেন সেগুলো নিচে তালিকা আকারে দেওয়া হলোঃ-

  • 1) রেকর্ড ভিডিও অধিভিত্তিকভাবে সাজানো অবস্থায় পাবেন ৷
  • 2) পিডিএফ সাজেশন
  • 3) শর্ট সাজেশন
  • 4) স্পেশাল প্রাইভেট ইন্সট্রাকশন
  • 5) গ্রুপে যে কোন সময় পোস্ট করার সুবিধা (এটা পরীক্ষার ১৫ দিন আগে বন্ধ থাকবে)
  • 6) একবার পেমেন্ট করলে গ্রুপে এক বছর থাকার সুবিধা ইত্যাদি ইত্যাদি

যে সকল প্রাইভেট ব্যাচের এই মুহূর্তে ভর্তি চালু রয়েছে সেগুলোর তালিকা নিচে দেওয়া হল সাজানো অবস্থায়ঃ

  1. প্রথমে যেই সাবজেক্টে যুক্ত হতে চান সেই সাবজেক্টে মোট যত টাকা পেমেন্ট সেটা আমাদের পাঠাতে হবে ৷ 01770-848-321 এই নাম্বারে বিকাশ অথবা নগদ পার্সোনাল সেন্ড মানি ৷
  2. টাকা পাঠানোর পর টাকা পাঠানোর স্ক্রিনশট অথবা আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটি আমাদের 01770848321 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে ৷
  3. পেমেন্ট ডিটেলস পাঠানোর সাথে সাথে আপনি যে ডিপার্টমেন্টে পড়েন সেই ডিপার্টমেন্টের নাম এবং যে সাবজেক্ট এ বা যেই যেই সাবজেক্টে যুক্ত হওয়ার জন্য পেমেন্ট করেছেন সেই সাবজেক্ট এর নাম লিখে পাঠাতে হবে ৷
  4. চতুর্থ ধাপে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমরা অনলাইনে না থাকলে অনলাইনে আসা পর্যন্ত অথবা অনলাইনে রিপ্লাই দেওয়া পর্যন্ত ৷ আমরা সাধারণত লাইভ ক্লাসে বা অন্যান্য কাজে ব্যস্ত থাকি সেজন্য সাথে সাথে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না  অনেক সময়, তবে সর্বোচ্চ দিনের বেলায় ৩-৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলেই যথেষ্ট ৷ আমরা এর মধ্যেই আপনাকে রিপ্লাই দিয়ে দিব ৷ আপনি যেই সাবজেক্টের জন্য পেমেন্ট করেছেন আপনাকে ওই সাবজেক্টের প্রাইভেট গ্রুপ লিংক এবং ক্লাসের লিংক পাঠিয়ে দেওয়া হবে ৷
  5. এরপর পরবর্তী ধাপে আপনাকে যে লিংক দেওয়া হয়েছিল সেটাতে ক্লিক করে আমাদের প্রাইভেট গ্রুপে রিকোয়েস্ট দিবেন এবং আপনার নিজের ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ৷ যেন আপনাকে আইডেন্টিফাই করে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করে নেওয়া যায় ৷ এরপর আমাদের রিপ্লাই আসা পর্যন্ত কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন ৷
  6. এই ধাপে আপনাকে কনফার্মেশন রিপ্লাই দেওয়া হবে Added লিখে এরকম রিপ্লাই পেলেই মনে করবেন আপনাকে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করে নেওয়া হয়েছে ৷ 
  7. বাস! আমাদের প্রাইভেট গ্রুপে আপনি যুক্ত হয়ে গেলেন লিংক আপনাকে আগেই দেওয়া হয়েছে তারপরও কোন কিছু বুঝতে না পারলে পুনরায় হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবেন ৷ আমরা অনলাইনে আসলেই আপনাকে রিপ্লাই দিয়ে দিব ৷
  8. একটা বিষয় খেয়াল রাখবেন ফেসবুক লাইটএ সবগুলো ফিচার পাওয়া যায় না, তাই আপনাকে ফেসবুকের মেইন অ্যাপ ব্যবহার করতে হবে ৷ প্রাইভেট গ্রুপে এড হওয়ার পরও যদি আপনার কোন সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি বন্ধ করে পুনরায় চালু করবেন, তাহলে অটোমেটিক সব সমস্যার সমাধান হয়ে যাবে ৷
  9. তারপরও কোন সমস্যা হলে সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন ৷
Scroll to Top